বৃষ্টিফোঁটা পথ খুঁজে পাক সৃষ্টিছাড়ার আবর্তে-
বিকেল ঝরুক দুপুর-বুকে ঋণ চুকানোর সামর্থ্যে।
বুক-ভেজানোর সান্ধ্যগায়ক মন ভেজানোর মল্লারে
গেয়ে উঠুক, 'জয় আছে গো ভেসে যাওয়ার এই হারে।'
মেঘলা পাখি গাইছে দূরে! ফাইলপত্র নিপাত যাক।
কবিতায় যা হয়নি বলা বৃষ্টি ফোঁটায় প্রকাশ পাক।
অবুঝ টিলায় সবুজ আলো পড়ুক না ওই মেঘ ফুঁড়ে-
আঁচল কাড়ুক ভেজা বাতাস বিপদসীমার কোলজুড়ে।
আঁচ করে আর কী লাভ হবে: যা থাকে থাক পাঁচ মাথায়,
ঋণের সাথে পাওনা জমুক বর্ষারাতের হালখাতায়।