🚩 এর আগে আমরা দুটি বিষয় নিয়ে দুটি সমবেত ছড়া লিখেছি। আমাদের উদ্দেশ্য সমাজের কালো দিকগুলিকে
ছড়ার মাধ্যমে তুলে ধরা। ফলে ছড়া চর্চার পাশাপাশি আমরা কবিহিসাবে আমাদের সামাজিক দায়ও খানিকটা হলেও পালন করতে পারছি।
🚩 শিরোনাম দেখে বুঝতেই পারছেন আমাদের এবারের বিষয় শিশু শ্রমিক যা এই উপমহাদেশের একটি করুণ চিত্র।
🚩 শিশু শ্রমিকের আর্তি
-------------------
সবাই দেখি ইস্কুলে যায়
দশটা যখন বাজে,
বুকটা আমার হু হু করে,
মন বসে না কাজে।
(স্বরবৃত্ত ছন্দে ৪/৪ ও ৪/২ মাত্রায় লেখা।)
এরপর আপনারা নিজেদের মত করে বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে ছড়াটিকে ক্রমশ পূর্ণতার দিকে নিয়ে যেতে পারেন। সুতরাং লিখে ফেলুন চার লাইনের ছড়া মন্তব্যের ঘরে।
*স্বরবৃত্ত ছন্দ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে আমার "ছন্দের সহজ পাঠ / প্রথম পর্বে" -
https://www.bangla-kobita.com/sahidulhaque/chhondosikshar-gurutwa/
**ছড়াটি আগামীকাল বৃহস্পতিবার (১৮/১০/২০১৮) সকালে কবিতার আসরে প্রকাশ করা হবে অংশগ্রহণকারী সকল কবির নামসহ। যাঁরা এখনো অংশগ্রহণ করেন নি তাঁরাও অংশ নিতে পারেন। ছড়াটির অন্য কোন নাম দেয়া যায় কিনা সে বিষয়েও প্রস্তাব দিতে পারেন। ধন্যবাদ।