যাকে জলের মতো ভালবাসি
আজ তার মন ভাল নেই,
উচ্ছল ঝর্ণা আজ নিশ্চল সরোবর-
বিষাদের গভীরতা হয়নি মাপা
চারিদিকে তার ঘিরেছে প্রাচীর।
চেয়েছি তাকে সকালে সন্ধ্যায়
তপস্যা শেষে তারই নিচে পেতে দিতে মাথা,
স্নিগ্ধতায় ভরেছে শরীর ভরেছে মন,
চাইনি তাকে দুপুরের স্নানে অথবা রাতের অবগাহনে,
চেয়েছি বুদ্ধের মতন, সুজাতার কাছে চেয়েছে যেমন...