ভুলগুলো  কাঠঠোকরা --
      ঠোকরায় অবিরত
               জীবনভর।

দিনগুলো কাঠকয়লা --
      পুড়ে পুড়ে উড়ে যায়,
        ফেরে না আপনঘর।
----------''----------'''''''---------