স্টপেজ পেরিয়ে যায়--
বহুক্ষণ পর, হায়!
জিভভেদী দংশনে
একা একা যুদ্ধ।


ভুলবোঝা স্বাভাবিক।
চোখে পড়ে লৌকিক;
অন্তর চিরকাল
থাকে অবরুদ্ধ ।


কেবলই অন্তর্যামী
চিনবে আমার 'আমি'?
নিরুপায় নিজেকেই
জানাই যে শত ধিক ।


এমনটা হয় রোজ,
চালিয়েছি কত খোঁজ!
হয়তোবা বিষয়টি
একান্তই মানসিক।