ধুলো বলে, ঝড় এলে
ঢুকে যাব ফুসফুসে --
অধরাতো থেকে যাবে
ফল যত টুসটুসে।

নাক বলে, পালাব না,
ফল ঠিক দেবে ধরা --
তোর হাতে নেই জানি
আমার এ বাঁচামরা।
---------


বাবার কথা আর জিগাস না
এবার সোনা ঘুমো
এঁকে দিলাম তোর কপালে
শুভরাত্রির চুমো
কেমন করে ঘুমাব মা
ঘুম যে আসে না
বাবা বুঝি আমাদের আর
ভালবাসে না ।

ঈদের আগেই ফিরব সেদিন
বলল বাবা ফোনে
বাবা কি সব ভুলেই গেছে
নেই কি কিছুই মনে?
বলেছিল আনবে জামা
আনবে নতুন জুতো
বাবা আমার
যেদিকেতেই তাকাই আমি
ভাসছে বাবার ছবি
বাবাবিনে বুকের ভিতর
লাগছে ফাঁকা সব্ই।
চোখ বুজোলেই শুনছি আমি
বলছে বাবাজান
আয় কোলে আয় খোকন সোনা
তুই যে আমার প্রাণ

ভিন প্রদেশে


যাবার বেলা বলেছিল
পেয়েছি এক কাজ;
বলোনাগো মাজননী
কোথায় বাবা আজ?