জানলায় জানলায় বিস্ফারিত শোক-
তোমার বিছিয়ে রাখা পথে পুড়িয়ে ফেলেছি চোখ!
খেলা শেষে আবার বাড়াবো হাত-
চাঁদ গলিয়ে মাখিয়ে দিও গায়ে,পার করে দিও রাত।
জমিয়ে রেখেছি শিশিরভেজা ভোর-
ছড়িয়ে দেবো নিকষ বেলায়, কাটিয়ে দেবো ঘোর।
শোষণ ভুলেছে নিপীড়িত ঘুম-্
কোলাহল গিলেছে কাল, জেগেছে নিঃঝুম ।