১
তুমি ধরণি,
আপন বৃত্তে ঘুরে চলায়
তোমার নেই কোন ফাঁকি;
আমি আকাশ,
দুবাহুতে জড়িয়েও তোমায়
কত না সুদূরে থাকি!
২
আমি সমুদ্র,
বেদনার দ্বীপ বুক পেতে নিই
তবু নিজেকে পোড়াই তপ্ত বাতাসে-
তুমি মেঘ,
তোমাকে অহরহ বাষ্প যোগাই,
ডানা মেলে ওড়ো আনন্দ-আকাশে।
৩
তুমি ফুল, তাই
করনি অন্যথা
সুকঠিন কাঁটা
বিঁধিয়েছো এই বুকে,
আমি কবি,
সুন্দর ভালবাসি তাই
বেদনা সয়ে যাই
অমলিন হাসিমুখে।