এখনো কিছুটা বাকি আছে পথ, আলোয় ভরিস-
যদি অন্ধকারে সুপ্ত প্রেতাত্মারা দ্রুত ছুটে আসে
জোনাকির মতো ডানা মেলে এসে হাতটা ধরিস,
ভালবাসা পেলে বন্যেরাও কবিতাকে ভালবাসে!

কামিনীর ঘামে লাবণ্য ঝরতে দেখেছি পাথরে
ওদের সোহাগ পাথরে পাথরে ঘষার মতন
ফুলকির ফলা আলো ভুলে গিয়ে বিঁধেছে গতরে,
শুকর চিনেছে কচুকে, রতনে চেনেনি রতন।

ওদিকে গানের পাশে কান, কবিতার পাশে বুক,
রাজপথে জট, পারানির ঘাটে জনসমাগম-
ভিড় ঠেলে ছুটে ছুটে আয়, শুনি তোর ধুকপুক?
আলো আঁধারের নদীপথ শেষে আলোকসঙ্গম।