আহা যদি জানা যেত
আজ শেষ দিন!
শোধ করে দেওয়া যেত--
আছে যত ঋণ,
তোর যত দুখ-নদী--
বেঁধে দিয়ে বাঁধ
নদী-বুকে ভাসাতাম
যত আছে সাধ;
যত পাখি বাঁধা আছে
হৃদয়-পিঞ্জরে--
বাঁধ খুলে ওড়াতাম
এই অবসরে।

সাদা-কালো থামখানি
রেখে যাব ময়দানে--
কেউ দেবে মালা বেশ,
কেউ দেবে এক কোপ
রক্ষিত গর্দানে।