একটু একটু করে জমা হয় মেঘ আকাশের বুকে--
গাছেরা নীরব দর্শক; এ গাছেরা চিরাচরিত নয়,
এরা অম্লজান আত্মসাৎ করে আর অনবরত বিলায়
কেবল কার্বনের বিষবাষ্প। দেখে অবাক হই আর
ভাবি এরাও গাছ!
তবুও বাতাস আছে, থাকে চিরকাল।যদিও সামান্য
তবু আদরের পরশ বুলায় আকাশের গায়ে।আকাশ
প্রসন্ন হয় ক্ষণিক।কিছুটা মূল্য পায় আলো বিলোবার।কথা বলে জেনেছি, আকাশও দূঃখ পায়
আকাশও কাঁদে।
কতটা দুঃখ জমা হলে মেঘ থেকে বৃষ্টি ঝরে?