আজ এখানে এই মাটিতে ভীষণ খরা--
রক্তঝরা কলজেটাতে পানির আকাল;
খনির পেটে রত্ন ছিল দেয়নি ধরা,
মন্দ হাওয়া তুফান তুলে করলো নাকাল।

কোথায় যাবে! পলাশ বনেও ভীষণ মড়ক--
বৃষ্টিঝরা ক্ষেত্র ঘেরা কাঁটা তারে;
কুজ্ঝটিকা রুদ্ধ করে সকল সড়ক,
অন্ধজনের দুঃখ কে আর বুঝতে পারে!

সকাল ছিল রৌদ্রে ভরা, বিকেলটাকে
মিশকালো মেঘ জাপটে ধরে ভীষণ রকম--
ওত পেতে কি থাকে ওরা কাজের ফাঁকে?
চারণভূমির হরিণটাকে করলো জখম!