অনেক সময় দেখা যায়, অনেকেই এডমিনের বিজ্ঞপ্তিগুলিকে সিয়াসলি নেন না। আমি আগেও একটা লেখায় উল্লেখ করেছি, যে জাহাজে আমরা সওয়ার হয়েছি সেই জাহাজের ক্যাপ্টেনকেই যদি অমান্য করি তাহলে তা কখনই সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে না। যাঁরা কবি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, তাঁদের অন্ততঃ এই বোধটুকু থাকবে না, এটা ভাবা যায় না। অথচ বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে, ২ তারিখে 'নিজের পাতায় আমন্ত্রণ' সংক্রান্ত যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তা সম্পূর্ণভাবে অমান্য করে চলছেন কয়েক জন নিয়মিতভাবে।
আমাদের অবশ্যই মনে রাখা দরকার, এডমিন যখন কোন বিজ্ঞপ্তি দেন তা এমনি এমনি দেন না,জরুরি মনে করেন বলেই দেন।
তাই সকল কবিবন্ধুর কাছে আমার আবেদন, আসুন এডমিনের বিজ্ঞপ্তিগুলি সিরয়াসলি গ্রহণ করি এবং মান্য করে চলি। তা এই আসরের পক্ষে মঙ্গলই হবে বলে আমার বিশ্বাস।
------------