আয় প্রেম ঝেঁপে
কাব্য দেবো মেপে,
সেই কাব্য ছড়াছড়ি
প্রেমের ধারা সবার বাড়ি।
মানবপ্রেম দেশপ্রেম
জাগুক মনের আকাশে,
ঘৃণা পেয়ে সরছে যারা
আসুক তারা সকাশে।
শিশুও দেখি প্রেমটা পেয়ে
মুখে ফোটায় হাসি,
প্রেমগুলো তাই টাটকা থাকুক
ঘেন্নারা হোক বাসি।
ঘেন্না শুধুই ধ্বংস আনে
প্রেম যে আনে সৃষ্টি,
তাই শুধু চাই অঝোর ধারে
ঝরুক প্রেমের বৃষ্টি।