আর কতকাল কাটাবি মন এই দুনিয়ার মোহে!
অনন্তকাল যায় কি থাকা তোমার সাধের গ্রহে?
থাকবে কেবল কর্ম তোমার আর যে সবই মিছে,
আর ছুটো না মন রে আমার মোহ-মায়ার পিছে।
দেখছো না কি কলুষ ঝড়ে ভাঙছে কত বাসা;
আজ যে আশায় কুড়াচ্ছ পাপ মিটবে না সে আশা।
থাকতে সময় বদলে ফেলো কুটিল যত পথ,
গাইডবুকের রাস্তা ধরো পুরবে মনোরথ।
ভাবছো যারে আজকে আপন কাল সে হবে পর
রইবে পড়ে অট্টালিকা থাকবে মাটির ঘর।
তবুও কেন বুঝিস না মন কুড়াস খোলামকুচি?
আর দেরি নয় দোহাই তোমার বদলে ফেলো রুচি।
নিজের পাতেই টানছো কেবল মিথ্যে স্বাদের ঝোল;
পরের হকও কাড়তে গিয়ে বাধাও সদা গোল!
হাত বাড়িয়ে ধরেই দেখো আর্তজনের হাত
অতুল স্বাদে ভরবে হৃদয় ঘুচবে অমা-রাত।
লক্ষ কোটি গ্রহ তারা কার ইশারায় ঘোরে!
একটুও নয় কম গতিতে একটুও নয় জোরে।
পাহাড় সাগর আকাশ বাতাস সব নিয়মে বাঁধা,
প্রশ্ন সহজ তবু তোমার লাগছে কেন ধাঁধা!
পরীক্ষাটা তোমার কেবল আর তো কারও নয়,
পাক কেতাবে জবাব খোঁজো হবেই তোমার জয়।
তুমিই কেবল খেলতে পারো নিয়ম ভাঙার খেলা;
তওবা করো আর দেরি নয় যায় যে বয়ে বেলা।
--------------------------------------------
পাক কেতাবে= পবিত্র গ্রন্থে