মৃত্যুর কথা ভাবতে গিয়ে
শেষ হল না কাজ।
কাজ না বলে কুকাজ বলি--
একই আছি, কাল অথবা আজ।
আজকের কথা থাক তাহলে--
কালকে হবো ভালো!
বেশ ছিল যা বদলে ফেলি--
বাইরে সফেদ, ভিতর তবু কালো!
কালোর আবার বেজায় ক্ষিদে--
জন্ম থেকে শুরু!
রেস থেকে যায় বাকি জীবন--
চেষ্টা ছিল, ব্যর্থ তবু গুরু।
গুরুর হাতে আলো ছিল--
তবু রয়েই গেল আঁধার!
সেই রশিটা খুব প্রয়োজন--
ভীষণ তেজী হায়নাটাকে বাঁধার!