মানুষ কি আর মানুষ কেবল
মোরাও তো এক জীব-
কামবাসনা পশুর মতই
নই তো মোরা শিব।
তাই তো ছিল আইন জানি
এই সমাজের বুকে-
ইচ্ছে হলেও দিই যেন সব
পশুত্বকে রুখে।
হিংস্র লোভি কুকুরটাকে
রাখতে যে হয় বেঁধে-
কে আর বলো জলাতঙ্ক
আনবে ডেকে সেধে?
বাঁধন এবার খুলেই দিল
সবসে বড়া প্রভু-
কামড়ে খাব নিষিদ্ধ ফল
মন চায় না তবু!
আইন যারা তৈরি করে
তারাও তো ভাই নর-
রায়টা যারা দিল দেখি
তারাও নয় ঈশ্বর!
আইন যখন পক্ষে এবার
কি আর আছে বাধা?
নতুন গানে হোক না এবার
একটু গলা সাধা!
মানুষ যখন বনে ছিল
ছিল না তো আইন-
যখন খুশি দেদার মজা
হত না তো ফাইন।
আবার যদি টাইম মেশিন
সেথায় নিয়ে ফেলে-
মনের যত সুপ্ত আশা
রঙিন ডানা মেলে।
মানের ভয়ে জেলের ভয়ে
ছিল যারা পিছে-
ভাবছে এবার কি আর ক্ষতি
একটু নামি নিচে।
বন্ধু কেবল ছিলে তুমি
ওহে ডলি বসু-
একটু হব মানুষ এবার
একটু হব পশু!
বনের মায়া খুব সহজে
যায় কি বলো ভোলা?
পাড়তে পারি এবার তবে
যা যা ছিল তোলা।
*কবিকে খুঁজো না তার কবিতায়/কবিতায় উঠে আসে চারিপাশে যা ঘটে যায়।