আমার এক কবি বন্ধু, প্রশ্ন করে মোরে,
গরিব বলেই তুমি বুঝি থাক সিঙ্গাপুরে?
তোমার তরে বন্ধু আমার, বিনীত এই ছন্দ
বন্ধু তুমি ক্ষমো অপরাধ, জবাব হলে মন্দ।
কথা তুমি বলেছ সত্য, মিথ্যা কিছু নয়,
আমিও তোমায় সত্য কথা বলিব নিশ্চয়,
দ্বিধা-দ্বন্দ্ব নাইরে আমার সত্য বলি তোরে,
রাজপুত্র হলে কি আর আসি সিঙ্গাপুরে,
বাংলাদেশী ছেলে আমি বাংলায় জন্ম আমার,
তবু কেন সিঙ্গাপুরে বলছি তোমায় এবার।
১০টি বছর করেছি জব সোনার বাংলাদেশে,
বেসরকারি প্রতিষ্ঠানে অফিসারের বেশে,
ছিল সম্মান, ছিল যে মান, ছিল স্বল্প অর্থ,
এই অর্থে পথ চলতে, হয়েছি আমি ব্যর্থ।
সরকারী অনেক পরীক্ষায় আমি, ভাইবা দিয়েছি কত,
ভাইবা নামের প্রহসন থেকে বিদায়, নিয়েছি অবিরত,
ছিলনা কি যোগ্যতা মোর, ছিলাম না কি দক্ষ?
আমার চেয়েও অনেক অধমের চাকরি হয়েছে লক্ষ।
বলতে পারি একটি অযোগ্যতা ছিল ভাইরে আমার,
আমার তো আর ছিলনা ভাই মামা-খালুর জোর।
৬০% এর কোটার নামে মেয়েদের চাকরি হয়,
এইখানেতে ছেলেদের যোগ্যতা ধূলিতে লুটায়।
কি আর আমি করব বল সোনার বাংলাদেশে,
সিঙ্গাপুরে পারি দিলাম, আমি হেসে হেসে,
এই ডিগ্রীর জোরেই ভাল জব আমি, করি সিঙ্গাপুরে,
গরীব বলেই পরিবার ছেড়ে, থাকি আমি দূরে
শোন বলি ভাই, আমি বলে যাই,
সবাই কিন্তু ভাই, দিনমজুর নয়,
অনেকে আছে, এই প্রবাসে, সম্মানী জব করে,
তাদের রেমিটেন্সেই বাংলাদেশ, গর্বে বুক ভরে।
সকলের দোয়ায় সিঙ্গাপুরে আছি আমি বেশ
তবু আমি ভালবাসি সোনার বাংলাদেশ।