কবিতা : 🌺ছবি মনের কথা কয়🌺
কাব্যগ্রন্থ : "চির সাথী শুচিতা"
লেখক : মোহাম্মদ সহিদুল ইসলাম
"ছবি মনের কথা কয় "
"""""""""""""""""""""""""""
ছবি
এমনি তো হয়,
এ যে মনেরই কথা কয়।
যদিও ছবি কাঁদতে নাহি জানে,
এই ছবিই কখনো ভাসায় আঁখি বানে।
ছবি
অনুভূতির একটি ফ্রেম,
ছবি একটি আবেগে বাধা প্রেম।
যখন লাগবে একা, খুলিও স্মৃতির আলেপ,
মনটা তোমার ভরিয়ে দেবে ভালবাসার প্রলেপ।
ছবি
ধারণ করে আবেগ, অনুভুতি,
যখন কষ্ট হয় বুঝতে মনের গতি,
মনের চক্ষু খুলে দেখে নিও সুখের স্মৃতি,
সুখের স্মৃতি আনবে মনে অনুরাগ-প্রীতি।
ছবি
তাঁর কিছু নিজস্বতা থাকে
যাতে করে বুঝতে পার তাকে,
মনের মন্দিরে তুমি বসাবে যাকে,
প্রতিচ্ছায়ায় তুমি চিনে নাও তাকে।
ছবি
সময়ে দুখের কথা বলে,
সময়ে আবার সুখের কথা তুলে,
ছবির মধ্যে স্বপ্ন,কভু তোমার দোলে,
স্বপ্নই মানুষকে নিয়ে যায় জীবনের মূলে।
ছবি
আঁকলাম সবার মনের পরে,
যখন আমি থাকবোনা পৃথিবীর তরে,
আমার ছবি তখন তুমি দেইখো পরান ভরে,
হয়তো প্রসাদ পেতে পার তোমার হৃদয় জুড়ে
🌇
TRUST YOUR MIND IN RAPTURE
🍀
Picture,
It is assertion about future.
Pictures never blubber.
But, blubber to another.
Picture
Affection, emotion can capture.
When your feelings poor.
Open capture of picture,
This capture can give you rapture.
Picture
Can delectation your voucher,
When imperfect yours tender,
Open the capture your picture
Trust your mind in rapture.
Picture
Lay something open own nature,
You can realize to him or her
Adhering satyr is lousy or fair.
Each to other makes affinity easier.
Picture
Sometimes talk about pain
Sometimes talk about gain.
Picture view to you Dream,
Dream your life can stream.
Picture
I illustrate everyone’s mind forever,
When I will comeback never,
My pictures speak utter.
When, I will past forever.