আমি তোমার গানের পাখি,
তুমি আমার কলতান,
তোমার জন্য,
সারা জীবন গেয়ে যাব গান।
তুমি নৌকা,
আমি হাল,
তোমার আমার জীবন তরী,
বইবে চিরকাল।
আমি স্রোত,
তুমি নদী।
তোমার বুকে সারা জীবন,
বইব নিরবধি ।
আমি লতা,
তুমি ডাল,
তোমায় বুকে জড়িয়ে রাখব,
আমি চিরকাল।
আমি লেখনি,
তুমি খাতা,
লিখে যাব সারা জীবন,
তোমার যত কথা।
তুমি ফুল,
আমি সৌরভ,
আমার জন্যই পৃথ্বীতে আজ
তোমার এত গৌরব।
তোমার হাসিতে যখন,
পাখিরা গায় গান,
আমার সৌরভে ছড়ায়
শান্তি অফুরান।
জীবন নামের ফুল মালঞ্চ,
সুখে দিতে ভরি
এসো মোরা পৃথ্বীতলে
সুখের স্বর্গ গড়ি
তোমার হাসিতে তুমি ঝরাবে ঝরনা ধারা,
আমার সৌরভে তোমায় করব পাগল পারা।