আজ, মন আমার যায়রে,
যায় হারিয়ে যায়,
দূর অজানায়রে,
দূর অজানায়।  

অজানাও হাত বাড়িয়ে,
দিয়েছে আমায়,
পূর্ণ মমতায়রে,    
পূর্ণ মমতায়।

আজ, মন আমার যায়রে,
যায় হারিয়ে যায়,
নীলাম্বরের গায়রে,
নীলাম্বরের গায়।

নীলাম্বরও দুঃখ আমার,
শেয়ার করতে চায়,
স্বার্থশুন্যতায়রে,
স্বার্থশুন্যতায়।

আজ, মন আমার যায়রে,
যায় হারিয়ে যায়,
চন্দ্রপ্রভায়রে,
চন্দ্রপ্রভায়।

আজ, চন্দ্রপ্রভার বিষণ্ণ মন,  
নীরদের অন্তরায়,
স্তব্ধ নিগ্রোতায়রে,
স্তব্ধ নিগ্রোতায়।

জীবন আমার তিমিরাচ্ছন্ন,  
তোমার শূন্যতায়,
গহন বেদনায়রে,
গহন বেদনায়।  

মোহাম্মদ সহিদুল ইসলাম ( সিঙ্গাপুর প্রবাসী )