জানি তুমি ফিরে কভু আসবে নাকো আর,
তবু এ মন স্বপ্ন দেখে তোমাকে পাবার।।    
আমায় তুমি নিঃস্ব করে,    
চলে গেছ বহুদূরে।  
তোমার জন্য সদায় বুকটা করে হাহাকার,    
তবু এ মন স্বপ্ন দেখে তোমাকে পাবার।।  
ও পাষাণী, পাষাণ তুমি, পাষাণ হৃদয় তোর,
একটুও দয়া নাই কিরে তোর বুকেরই ভিতর,  
এত কঠিন কেন, করল বিধি হৃদয়টা তোমার,  
তবু এ মন স্বপ্ন  দেখে তোমাকে পাবার।।  
যাবেই যদি চলে তুমি আমায় একা ফেলে,  
এসেছিলে কেন তুমি আলোর প্রদীপ জ্বেলে ।।
সেই আলোর প্রদীপ নিভিয়ে তুমি হইলে নির্বিকার,  
তবু এ মন স্বপ্ন দেখে তোমাকে পাবার।।  
দূর হতে দূর বহু দূরে,  
আছো তুমি অনেক দূরে,
জানি তোমায় পাবার স্বপ্ন  কভু বাস্তব না'হবার,  
তবু এ মন স্বপ্ন  দেখে তোমাকে পাবার।।  
জানিনা কোথায় আছো ? কেমন আছো ?
যেথায় থেকো ভাল থেকো,  
বিধাতার কাছে এই মিনতি রহিল আমার,  
তবু এ মন স্বপ্ন  দেখে তোমাকে পাবার।।  



আমার এই কবিতাটি ফেব্রুয়ারী_২০১২ এ লেখা।  ইতোমধ্যে দুটি অনলাইন পত্রিকায়ও প্রকাশ হয়েছে। কবিতার আসরে একটি ফাইলে আমার সকল কবিতা চির অম্লান করে রাখার জন্যই আজকের এ পোস্ট।)