তুমি কত মনোহর,
বুঝাবো কেমন করে।
যখন তখন মন আমার,
নাও যে হরণ করে।
কিসের সাথে দেব আমি,
তোমার রূপের তুল।
যে দেখিবে, অকারনেই
করিবে সে পন্থ ভুল।
মূর্তে তোমার কি পরিমান,
ধারন করছ মহিমা।
কেউ নাহি বুঝতে পারবে,
তোমার রূপের সীমা।
প্রভাত আলোর রঙ্গিন আভা,
বার্তা নিয়ে আসে।
তোমার প্রেমের অমর বানী,
মনে আমার ভাসে।
তুমি অতি সুদর্শনা,
তুমি মনোহরণ।
প্রেম না পেয়ে এ জীবনের,
হয়না যেন মরণ।
মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী)