তোমার দোয়ায় ভাল আছি,
মাগো আমি প্রবাসে।
কেমন আছো বল মাগো?
তুমি আপন নিবাসে।

কতদিন হয় দেখিনা মা,
তোমার বদনখানি।
কতদিন হয় শুনিনা মা,
তোমার মধুর বানী।

তোমার কথা মনে পড়লে,
বুকটা জলে ভাসে।
কেমন আছো বল মাগো?
তুমি আপন নিবাসে।

এই সংসারে কত গবেট,
নেয়না মায়ের খবর।
মাতৃহীনেই বলতে পারে,
মায়ের কেমন দর।

তোর আশিস্ পাই যেন মা,
বিশ্বাসে আর নিঃশ্বাসে।
কেমন আছো বল মাগো?
তুমি আপন নিবাসে।

যদি কারো মন রূগ্ণ হয়,
দুঃখে যায় মন ভরে ।
মায়ের বদন দর্শনে তুই,
স্বস্তি পাবি অন্তরে।

সকল দুঃখ দূর হয়ে যায় ,
মা’র মায়ার আবেশে।
কেমন আছো বল মাগো?
তুমি আপন নিবাসে।

এই ধরাতে মাগো তুমি,
বিধির শ্রেষ্ঠ দান।
আমি কি আর করতে পার,
তোমার সম্মান।

সারা জীবন যায় যেন মা,
তোমায় ভালবেসে।
কেমন আছো বল মাগো?
তুমি আপন নিবাসে।

মোহাম্মদ সহিদুল ইসলাম
সিঙ্গাপুর_৬০৮৫৩২৬