তোমরা আমায় গাইতে বল গান,
কি করে গাইব বল!
কি করে সইব বল!
আমি গাইতে পারিনা,
আমি সইতে পারিনা,
গানের পাখি চলে গেছে করে অভিমান।
কি করে গাইবো বল গান!
তোমরা আমায় গাইতে বল গান,
কি করে গাইব বল!
কি করে সইব বল!
তার স্মৃতি যে আমার বুকে এখনো অম্লান,
কি করে গাইবো বল গান!
তোমার কথা মনে করে কেঁদে, যাই ঘুমাতে,
স্বপ্নে সখি আইসো তুমি আমার বিছানাতে,
স্বপ্নে আমি যখন দেখি তোমার মুখখান,
ঘুম ভাঙ্গিয়া জেগে উঠি হইয়া পেরেশান।
কি করে গাইবো বল গান!
তোমরা আমায় গাইতে বল গান,
কি করে গাইব বল!
কি করে সইব বল!
আমি গাইতে পারিনা,
আমি সইতে পারিনা,
গানের পাখি চলে গেছে করে অভিমান।
কি করে গাইবো বল গান।
সন্ধ্যা হলে সকল পাখি ফিরে যায় তার নীরে,
সময় মত যার যার সখা ফিরে তার তার ঘরে,
চেয়ে, তোমার তরে পথ পরে দিবস অবসান।
কি করে গাইবো বল গান!
তোমরা আমায় গাইতে বল গান,
কি করে গাইব বল!
কি করে সইব বল!
আমি গাইতে পারিনা,
আমি সইতে পারিনা,
গানের পাখি চলে গেছে করে অভিমান।
কি করে গাইবো বল গান।
অনেক আশা নিয়া আমি পন্থ পানে যাই,
কত জনা আসে, তবু তোমার দেখা নাই,
না পেয়ে তোমার দেখা কষ্টে ভরে প্রাণ,
আসবা কি সখি তুমি থাকতে আমার জান!
কি করে গাইবো বল গান!
তোমরা আমায় গাইতে বল গান,
কি করে গাইব বল!
কি করে সইব বল!
গানের পাখি চলে গেছে করে অভিমান,
কি করে গাইবো বল গান।
মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী)