ত্রেতা যুগে দশরথ তনয় অযোধ্যায় যার আবাস,
বাবার ইচ্ছায় রাম ১২ বছরের জন্য যায় বনবাস।
দোসর হল ভাই লক্ষণ আর পত্নী সিতা অঙ্গনা ,
দশটি হায়ন তারা করে গুজরান ইতস্ততঃ মনা ।
ইতস্ততঃ অতিবাহনের পর এক মৃগয়া-ভূমি পায়,
পন্চবটি নামের বনানীটি সিতার মনে ধরে যায় ।
সিতার তুষ্টে পন্চবটিতে কাটছিল তাদের ভাল ,
দৈবক্রমে একদিন মহেশ্বরের অবলীলা শুরু হল।
হঠাৎ লঙ্কাপতি রাবনের বোন এখানে এসে যায়,
রাবনের বোন শুর্পনখা, রামকে দেখতে পায় ।
শুর্পনখা, যখন সুদর্শন রামকে দেখতে পায়,
মুগ্ধ হয়ে পড়ে সৌম্যদর্শন রামের প্রনয়লীলায়।
জাদুমুগ্ধ হয়ে শুর্পনখা বলে রামকে গিয়ে,
আমাকে অবশ্যই তোমার করতে হবে বিয়ে।
আমি যে বিবাহিত, রাম শুর্পনখাকে কয়,
তোমাকে শাদি করাতো আমার সম্ভব নয়।
ঘরে আমার আছে পত্নী দিওনা আমায় পীড়ন,
তোমার সাথে হতে পারেনা আমার পাণিপীড়ন।
চলবে (আগামীকাল পর্ব-০২)