ওরে ও শোভন শশী,
মিষ্টি করে হেসো।
তোমায় বড় ভালবাসি,
আমার ঘরে এসো।
আমার ঘরে আসলে তুমি,
দেব দুধ ভাত।
ঘুমপাড়ানি গান শোনাব,
আমি সারা রাত।
মাঝখানে শুইতে দিব,
পাশে মা জননী।
গল্পে গল্পে কেটে যাবে,
পূর্ণিমা রজনী।
মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী)