প্রীতির স্নিগ্ধ ছোঁয়া রইল প্রারম্ভিকতায়,
ভাল আছি ভাল থেকো এই প্রত্যাশায়,
তোমাকে রেখেছি আমার মনের গহীনে,
আমার স্মৃতি রেখ তোমার হৃদয় কোণে।
রাখবে কি সখি তুমি আমায় আপন করে,
তোমায় তো রেখেছি আমার হৃৎ মাঝারে।
আসুক যত বাঁধা বিঘ্ন আসুক ঝড়-তুফান,
ভুলতে নাহি পারব আমি অন্তরে যার স্থান।
তুমি আমার প্রথম প্রেম, চরম ভালবাসা,
তোমার জন্যেই সখি আমার পৃথিবীতে আসা।
এমন কোন দিবস নাই, নাই কোন রজনী,
তোমার কথা না ভেবে কেটেছে মোর সজনী।
শরীরটা মোর ভালই আছে চিত্তে আছে হর্ষ
তোমার কথা মনে করে মুহূর্তেই হই বিমর্ষ।
সারাক্ষণ, ভাবে মন, কেমন তুমি আছো?
মনে কি রেখেছ, নাকি ভুলেই আমায় গেছ!
যেথায় থেকো ভাল থেকো ওগো আমার প্রিয়া,
তোমার জন্য সখি আমার সদায় কান্দে হিয়া।
স্বপ্নাবেশে সোহাগ দিব, আসবে যখন নিশি,
ভাল রেখ, ভাল থেকো, এবার আমি আসি।
মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী)