আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নই,
আমি জানি না রাজনীতি কি?
আমি রাজনৈতিক নেতাও নই
আমি বলতে পারব না রাজনীতি কি?
তাই বলে কি বলতে পারব!
রাজনীতি মানে কাদা-ছোড়াছুড়ি।
তাই বলে কি বলতে পারব!
রাজনীতি মানে কথার ফুলঝুরি।
সবার চোখে পানি যখন, সাভার ধ্বংসযজ্ঞে,
এর মধ্যেও রাজনীতি করছে কিছু অজ্ঞে।
হায়রে মোরা কঠিনহৃদয়, লজ্জাহীনের দল,
এর চেয়ে আর বিবেক হীনা আছে কিরে বল।
কেউ বা বলছে মৌলবাদীর কাজ
বলতে একটুও করছে না লাজ,
কেউ বা একে গজব বলে দিচ্ছে তাদের মত,
এরাই নাকি করবে আবার, ইসলামের হেফাজত।
পেটের দায়ে চাকরি করতে এসেছিলেন যারা,
গজব নামের কলঙ্কটি কেন নিবে তারা?
সময় থাকতে হয়ে যাও সাবধান হুঁশিয়ার,
ইসলামের কলঙ্ক তোরা করিস নারে আর।
রাজনীতি কি? আমি বলতে পারব না,
তবে এতটুকু কি বলতে পারব না!
যে নীতি মানুষের কল্যান করতে পারে না,
সেই নীতি রাজনীতি হতে পারে না।
রাজনীতিকদের থাকতে হবে মুখে হাসি, বুকে বল,
সময়ের পরিপ্রেক্ষিতে তাদের, আসবে চোখে জল,
সময়ে হতে হবে জল্লাদের মত,
অন্যায়ের কাছে কভু নাহি, মাথা করবে নত ।
রাজনীতি কি? আমি বলতে পারব না,
তবে এতটুকু কি বলতে পারব না!
রাজনীতি মানেই ডাণ্ডা মেরে ঠাণ্ডা করা নয়,
এও নয় যে, বাঁশের বাঁশিতে কৃষ্ণের অভিনয়।
অস্ত্র লাগলে অস্ত্র চালাও বাঁশি লাগলে বাঁশি,
বাঁশির স্থলে অস্ত্র হলে, পড়বে গলে ফাঁসি।
জনকল্যাণে হরতাল হলে, সেটাও রাজনীতি,
হরতালের নামে মানুষ মারা নয়কো কোন নীতি।
শান্তিকামীদের পুরস্কৃত করাও, যেমন রীতি,
বিশৃঙ্খলদের শিকল পরানো, এটাও রাজনীতি।
রাজনীতি কি বুঝিনা, আমরা শান্তি চাই,
রাজনীতির শিকল হতে শান্তির মুক্তি চাই।