পূর্ব দিগন্তে (দেশের গান) সহিদীয়া সঙ্গিত_০২

তোরা কেউ ভাবিস নারে,
তোরা কেউ ঘাবড়াস নারে,
নব সূর্য উঠবেই দেখিস,
পূর্ব দিগন্তে।

আজকে মোদের দেশে দেখ,
হায়েনাদের দল।
খাবলে খাবলে তাজা মাংস,

খাচ্ছে অবিরল।

আর কতকাল ঝরবে রক্ত,
বাংলার প্রান্তে, পূর্ব দিগন্তে।
নব সূর্য উঠবেই দেখিস,
পূর্ব দিগন্তে।

তোরা কেউ ভাবিস নারে,
তোরা কেউ ঘাবড়াস নারে,
নব সূর্য উঠবেই দেখিস,
পূর্ব দিগন্তে।

রবি যদি যায়রে কভু
মেঘের আড়ালে,
অনুপলে হাসবে আবার
নীলাম্বরের কুলে।

মেঘমালা যতই ডাকে,
আরালে তাঁর সূর্য থাকে।
ক্ষণিক ঘোরে ভয় পাসনে
কেউ, মনের একান্তে, পূর্ব দিগন্তে।

তোরা কেউ ভাবিস নারে,
তোরা কেউ ঘাবড়াস নারে,
নব সূর্য উঠবেই দেখিস,
পূর্ব দিগন্তে।

স্বাধীন দেশের মানুষ আমি
ভেবে হই নির্বাক
স্বাধীনতায় হামলে পড়ছে
আজ, শকুনের ঐ ঝাঁক।

তোরা যতই করিস অপচেষ্টা
বাংলার ভুমিতে
আরেকটা ৭১ হবে
এই বাংলার ভিতে, পূর্ব দিগন্তে।

তোরা কেউ ভাবিস নারে,
তোরা কেউ ঘাবড়াস নারে,
নব সূর্য উঠবেই দেখিস,
পূর্ব দিগন্তে।

মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী)