লোকে তোমায় বলে কুলবিনাশী,
তাতে কি যায় আসে,
আমি তোমার প্রেমের অভিলাষী,
জীবন-মরণ থাকব তোমার পাশে।
কেউবা আবার বলে তোমায়,
তুমি নাকি সব কলঙ্কের মূল,
ভুল তারা করছে সদায় ,
আমি বলি, তুমি নিষ্পাপ ফুল।
প্রেম আসে স্বর্গ থেকে,
কলঙ্ক কি করে হয়!
ব্যর্থ সকল প্রেমিকেরা,
এসব কথা কয়।
প্রেম করে কত প্রেমিক
এই না ভুবনে,
পথের দিশা পেয়েছে,
তারা প্রেমের কারণে।
প্রেম যদি নাই থাকত,
মানব জীবনে,
কিছুই নাহি সৃষ্টি হত,
সুন্দর ভুবনে।
লোকের কথার ধারি না ধার,
যতই করুক ভৎর্সনা,
তোমায় নিয়ে ধরণীর পর,
করব স্বর্গ রচনা।