ফসল রাখতে দিলাম বেড়া,
বেড়ায় ফসল খায়।
অন্যায়ের কাছে মানুষ আজি,
বড়ই অসহায়।
অধিকারের নামে করছে কেহ,
অনধিকারী কাজ।
ঘৃণাপূর্ণ কাজ করছে কেউ,
খেয়ে শরম লাজ।
সত্য-সুন্দর পেয়েছে লাজ
মেকীর জয়জয়কার
রাজনিতিকের কৌশলে আজ
পথহারা অধিকার
ধর্মের দোহাই দিয়ে কেহ
করছে অনধিকার চর্চা
মেকীরা সব এক হয়েছে
গড়েছে মোর্চা
মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী)