তুমি যদি হতে সখি আমার প্রেমের কবি,
আমি হতাম সখি তোমার কবিতার ছবি।
তুমি আমার সবি, আমি তোমার সবিতা,
ছন্দে ছন্দে আমায় নিয়ে লিখতে কবিতা।
নগ্ন হয়ে সকল কিছু দিতাম উজার করে,
অপলকে দেখতে তুমি আমায় নয়ন ভরে।
মনানন্দে লিখতে তুমি তোমার মনের খাতায়,
অঙ্গ আমার শোভা পেত তোমার কবিতায়।
হতে যদি তুমি আমার মন কাননের মালী,
তোমার জন্য সাজাইতাম চুনূরি ফুলের ডালি।
মালা গেঁথে বসে থাকতাম রঙ্গিন রঙ্গিন ফুলে,
মনের সুখে পরাইতাম, মালা তোমার গলে।
হতে তুমি চেয়েছিলে পদ্যের পদকর্তা,
পরাজিত হলে তুমি, অন্তরায় সৃষ্টিকর্তা।
জীবন সংগ্রামে তুমি এক পরাজিত চারণ,
তোমার সেই ছন্দ রণে রাখছি আমি চরণ।
মোহাম্মদ সহিদুল ইসলাম ( সিঙ্গাপুর প্রবাসি)