নিষ্ঠুর-হৃদয়হীন
©.......মোহাম্মদ সহিদুল ইসলাম
প্রিয়তম চলে গেছো তুমি বিরাণ করে বুকের ভূমি,
নিষ্ঠুর-হৃদয়হীন,
কি আর পেলাম এজীবনে রিক্ত আমি এই ভুবনে,
প্রিয়তম তুমি বিহীন।
লেখতে গেলে তোমায় নিয়ে মন ছেয়ে যায় কষ্ট দিয়ে,
দু:খে আমার জীবন মরুভূমি,
কষ্ট আরও দিগুণ বাড়ে যখন আমার মনে পড়ে,
আমায় ছেড়ে অন্যজনের তুমি।
নোবেল কিন্তু চাইনি আমি হৃদে শুধু তুমি আর তুমি,
একি তুমি জানতে না!
নাইবা পেলাম সুখ আমি তবুও সুখে থাইকো তুমি,
এটাই আমার শান্তনা।।
তোমাকে স্মরিবো বলে, ছান্দসিক কবিতার ছলে
গাঁথিলাম এই বিরহ গীতি,
জানিগো জানি প্রিয় হবেনা আর মিল কোনকালে
তবু রেখো মোর স্মৃতি ।।
-০-