কাঁদতে গিয়েও সেদিন থেমে গিয়েছি আমি,
কারণ, আমার কান্নার নোনাজল যদি কেউ
দেখে ফেলে তাই, কাঁদতে গিয়েও কাঁদিনি।
যদি কোন শত্রু দেখে আমার নয়নের জল!
আমার দু:খে, আনন্দে ওরা হবে আহ্লাদিত।
আর তুই যদি দেখিস মোর অশ্রুভেজা চোখ
একটু হলেও লাগতে পারে তোর হৃদয়ে দু:খ।
তাইতো আমি বৃষ্টি আসার অপেক্ষায় ছিলাম
বৃষ্টির জলের সাথে আমার আঁখিজল সেদিন
মিলেমিশে যমুনার জলে হয়েছিল একাকার,
তাই সেদিন আমার কান্না দেখতে পাসনি তুই,
দেখেছিলি আমায় বর্ষার অবগাহনে ভিজতে।
প্রেমের খেলায় সবাই তো জিততেই চায়,
পরাজয় চায় না কেউ,
ইচ্ছে করেই তোর কাছে তাই হেরেছি আমি
নিয়েছি বুকে কষ্টের ঠেউ।
নীলাম্বরের নীলকে সেদিন বলেছিলাম, তুই
আরো বেশী নীল হ,
তোর নীলের সাথে আমার নীলাভ কষ্টগুলি
মিশিয়ে দিতে চাই।
আমার প্রিয়া যেন তোর নীলেই মোহিত হয়,
নীলাভ কষ্টগুলি কভু যেন দেখতে না পায়।
আজকে তুই দেখিস ঝলমলে রঙিন আকাশ,
তুই কি জানিস? রঙিন আকাশের নীলে নীলে
কতটা দু:খের মেঘমালা উড়ে বেড়ায় সর্বক্ষণ?
কতটা কষ্টে সেই মেঘ বৃষ্টি হয়ে ঝড়ে জমিনে?
মোহাম্মাদ সহিদুল ইসলাম