বন্ধু, না পাওয়ার বেদনা যে কত বিধুর হায়,
তাতো তোমার হাহাকার থেকে স্পষ্ট বুঝা যায়।
আমি যাকে ফুল বলি,
তুমি বল জ্বালা।
আমি যাকে শিকল বলি,
তুমি বল মালা।
মর্মপীড়ায় ভোগলে মানুষ
এমন কথাই কয়,
না পাওয়ার বেদনা যে কত বিধুর হায়,
তাতো তোমার হাহাকার থেকে স্পষ্ট বুঝা যায়।
আমিও মানুষ, আমারও ছিল
না পাওয়ার বেদনা,
তবে তোমার মত অতনা,
যেমন করে তোমার মনে
বয়ে চলে প্রতিক্ষণে,
না পাওয়ার যাতনা।
বুঝেছি তোমার মনে কত কষ্ট হয়,
তাতো তোমার হাহাকার থেকে স্পষ্ট বুঝা যায়।
না পাওয়ার বেদনা যে এতোটা নির্দয়,
দিবানিশি ২৪ ঘণ্টা পুড়ে খায় হৃদয়,
বুঝানো না যায় তারে দেখানো না যায়,
নিদারুণ এই বেদনা যে সহা বড় দায়,
তাতো তোমার হাহাকার থেকে স্পষ্ট বুঝা যায়।
না পাওয়ার বেদনা যে কতটা নিদারুন,
ভেতরে ভেতরে হৃদয় পুড়ে হয়ে যায় খুন
না পারে হাসতে সে, না পারে কাঁদতে
মাঝখানে পড়ে সে যে পাগলা গীতি গায়,
বুঝেছি তোমার মনে কত কষ্ট হয়,
তাতো তোমার হাহাকার থেকে স্পষ্ট বুঝা যায়।
আমি ভাল থাকি, ভাল করি,
তুমি চাও না তা,
কারণ তোমাকে যে তাড়িয়ে বেড়ায়
শুধুই ব্যর্থতা,
পরের সুখে আর্ত হয়ে ভোগছ তুমি হীনমন্যতায়,
কি করে সইবে বল!
ব্যর্থতার অগ্নি তোমার জ্বলছে সারা গাঁয়,
বুঝেছি বন্ধু তুমি আছো যন্ত্রণায়,
তাতো তোমার হাহাকার থেকে স্পষ্ট বুঝা যায়।
বন্ধু, না পাওয়ার বেদনা যে কত বিধুর হায়,
তাতো তোমার হাহাকার থেকে স্পষ্ট বুঝা যায়।
মোহাম্মদ সাহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী)