*************************************************  বন্ধুরা আপনাদের সকলের স্মৃতিকে ধরে রাখতে আমার আয়োজন ~মন্তব্যসমগ্র ~ কবিতা, এটি মাঝে-মধ্যে  কবিতার আসরে আনবো এবং যখন ১০০ পর্ব হবে PDF আকারে মন্তব্যসমগ্র নামে বই প্রকাশের চেষ্টা করব। সকল কবি ভাই-বোনদের  প্রতি আমার উদাত্ত আহ্বান রইল আমাকে সার্বিক সহযোগিতা করার।
যে সকল কবি ভাই-বোনদের কবিতার মন্তব্য এখানে নেই তারা মন  খারাপ করবেন না, পর্যায়ক্রমে সকলের কবিতার মন্তব্য আনার চেষ্টা করব_সকলকে সাধুবাদ_ভাল থাকবেন।
*************************************************

মন্তব্যসমগ্র-০৩

প্রনব মজুমদার এর _ টানের খেলা এইবেলা
_কবিতায়

পা টানে
             সংসার ও অর্ধাঙ্গিনী
মন টানে
             তোমার কবিতাখানী

মো: আনোয়ার সাদাত পাটোয়ারী এর _ অনামিশা
_কবিতায়

লাল গোলাপে ভালোবাসা
নিয়ে কবিতায় দুটি চরণ
শুনে গীত বিতানে
ভালোবেস।

চুপি চুপি যেও বন্ধু
চুপি চুপি যেও,
ফুলকলি হাতে দিয়ে,
হেসো বন্ধু হেসো।

রুম্পা শিমুল এর _ ভাঁজ করা চিঠি_কবিতায়

রঙচঙে সুমধুর চিঠি আজও ভাঁজ করে রেখেছি যতন করে,
মমতা দিয়ে লেখা,যেন কবুতরের বুলি পুরো চিঠি জুড়ে ।

ভালবাসার কবিতাটি লিখেছ, তুমি এমন সোহাগ দিয়ে,  
সংশ্লেষ ভরা কবিতাটি তোমার পড়লাম পরিতৃপ্তি নিয়ে।  

প্রনব মজুমদার এর _ কবি যখন রাজা _কবিতায়

রাগ কোরো না রাজা ভুলেই গিয়েছিলাম
" যে যায় লঙ্কায় সেই হয় রাবন"।।
রাগ কোরো না কবি ভুলেই গিয়েছিলাম,
" ঝরছে বৃষ্টি ধরায় এসেছে শ্রাবণ।"

খান এর _ ছন্দহারা মনের কথা
_কবিতায়

ছন্দ হারা মনের কথা
প্রকাশি তোমার সকাশে ।

প্রীতি হারা স্মৃতি গাঁথা
প্রকাশিলাম সহাস্যে।

জোহরা উম্মে হাসান এর _ তবু মনে রেখ _কবিতায়

তারপর একদিন সে  হোল বিশাল থেকে বিশালতর  
তাঁর দেহের  মন মাতানো ছন্দে ভরে গেল গগন তল

ছোট ছোট বিন্দু গড়ে বিশাল সিন্ধু সারা জনম ভর,
এসো সবে বিন্দু বিন্দু সুকাজে ভরে তুলি পৃথ্বীতল।
মো: আনোয়ার সাদাত পাটোয়ারী এর _ রাজকুমারী
_কবিতায়
তুমি আমার-
স্বপনে দেখা রাজকুমারী
অনেক আশা নতুন
জীবনের বিশ্বাস।

দেখিয়েছ তুমি
স্বপ্ন তোমারি
হে স্বপ্নিল কবি
এ যে দারুন প্রয়াস।

মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী)