************************************************* বন্ধুরা আপনাদের সকলের স্মৃতিকে ধরে রাখতে আমার আয়োজন ~মন্তব্যসমগ্র ~ কবিতা, এটি মাঝে-মধ্যে কবিতার আসরে আনবো এবং যখন ১০০ পর্ব হবে PDF আকারে মন্তব্যসমগ্র নামে বই প্রকাশের চেষ্টা করব। সকল কবি ভাই-বোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান রইল আমাকে সার্বিক সহযোগিতা করার।
যে সকল কবি ভাই-বোনদের কবিতার মন্তব্য এখানে নেই তারা মন খারাপ করবেন না, পর্যায়ক্রমে সকলের কবিতার মন্তব্য আনার চেষ্টা করব_সকলকে সাধুবাদ_ভাল থাকবেন।
*************************************************
মন্তব্যসমগ্র-০২
রাজু আহমেদ এর _ প্রিয়ার অসুখে _কবিতায়
প্রণয়-লক্ষী নেইতো ভাল তাইতো এমন সব,
চতুর্দিকেই চাইলে শুনি মন কাঁদনের রব।
মনের মানুষ যদি কারো থাকে অসুস্থতায়,
কেমন করে বল তাহার দিন-রজনী যায়।
অরুন কারফা এর _ মেঘ কালো করে মত্ত ঝড়ই উঠুক _কবিতায়
যাঁকে অশ্রদ্ধা করলে হবে মহা পাপ
চরম সত্য কথা, পরম মিত্র বাপ।
শোন কবি ভাই,
তাইতো বলে যাই,
তোমার অসুখে সিক্ত হয়েছে যাহার আঁখি,
শ্রদ্ধা করতে কভু যেন রেখনা তার বাকি।
মহিউদ্দিন হেলাল এর _ বাবা_কবিতায়
বাবা, স্বপ্ন হয়ে একটিবার স্বর্গ হতে আস
দেখব তোমায়, জানব আমায় কত ভালবাস!!!
শোন সবে ভাই
আমি বলে যাই
এই ভুবনে, যার
নাইরে বাবা নাই,
তার মত এতিম
নাইরে কেহ নাই।
সুদীপ রায় এর _ এই তো জীবন _কবিতায়
কত ভালবাসা, কত প্রেম গীতি,
এই নিয়ে জীবনের বন্ধন ।
কত সুন্দর,মনোহর,চমত্কার-অতি,
সুদীপ রায়ের কবিতাটি দৃষ্টি নন্দন।
ইনসিগনিয়া (অভি) এর _ মেল ১ _কবিতায়
আর তো মাত্র কয়েক মাস , তার পর আমি স্বাধীন.....।।
অভি বন্ধু, তোমার পদ্যখানি অপরূপ-নজিরহীন......
এ,বি,এম, সাব্বির এর _ টুকরোকথা-১৪ _কবিতায়
আমি তোমার চোখের পাতায়
আমি তোমার জীবন খাতায়
আমি তোমার ভালবাসায়
ছিলাম, আছি, থাকবো।
চোখের পাতায় কথা কয়
জীবন খাতায় লেখা হয়
ইতিহাস হয়ে ভালবাসায়
ছিলাম, আছি, থাকবো।
ফারহানা শারমীন এর _ জীবনের ধাঁধায় _কবিতায়
আমাকে সাথে করে কোন বিহঙ্গ
নিয়ে এলি মন-কাড়ানো জীবনের
ধাঁধায়!
বন্ধুর কবিতায় দিলাম একটু সঙ্গ
উপভোগ্য, মনোহর বলতে পারি,
নির্দ্বিধায়!
মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী)