~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ বন্ধুরা আপনাদের সকলের স্মৃতিকে ধরে রাখতে আমার আয়োজন মন্তব্যসমগ্র কবিতা, এটি মাঝ্য-মধ্যে কবিতার আসরে আনবো এবং যখন ১০০ পর্ব হবে PDF আকারে মন্তব্যসমগ্র নামে বই প্রকাশের চেষ্টা করব। সকল কবি ভাই-বোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান রইল আমাকে সার্বিক সহযোগিতা করার।
***************************************************
যে সকল কবি ভাই-বোনদের কবিতার মন্তব্য এখানে নেই তারা মন খারাপ করবেন না, পর্যায়ক্রমে সকলের কবিতার মন্তব্য আনার চেষ্টা করব_সকলকে সাধুবাদ_ভাল থাকবেন।
***************************************************
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মন্তব্যসমগ্র-০১
আহমাদ সাজিদ (উদাস কবি)
এর _ মনাগ্নিয় লাভা _কবিতায়
মনের ভিতর সুপ্ত জ্বালা,
মনের গিরি-লাভা,
জ্বলছেই জ্বল, অহরহ
হিংস্র প্রেমের থাবা।
এমন প্রেমের থাবায় যেন,
আর কেউ নাহি পড়ে।
সকল প্রিয় আসে যেন,
যারযার প্রিয়ার ঘরে।
সুবীর কাস্মীর পেরেরা এর _ কি
আশায় বাঁধি খেলাঘর_কবিতায়
হয়তো আজ ছেলে-মেয়েরা আসবে,
সকাল পেরিয়ে দুপুর-দুপুর পেরিয়ে সন্ধ্যা,
বাবার মত কেউ কি ভালবাসবে,
কর বাবার সেবা, থাকতে তিনি জিন্দা।
পলাশ এর _ পিতা_কবিতায়
পিতার কাজ ক্লেশহীন অবিরাম ;
সংসারের সেবাই তার ধরাধাম।।
পিতার সাথে নেইকো কারো তুলনা,
তোমরা,তার সাথে করোনাকো ছলনা।
স্বপ্নবাজ এর _স্বপ্ন প্যাঁচাল-০১_কবিতায়
কৃষ্ণে'র বাঁশী বাঁজেনা এখন
রাঁধা'ও যায় না ঘাটে,
স্বপ্নবাজের কবিতাটি
মনটা নিল লুটে।
রুম্পা শিমুল এর _প্রাচীর গড়েছি
ভালোবাসা দিয়ে_কবিতায়
শিহরিত মন গ্রহ আজ ব্যাকুল তোমার তরে,
অপূর্ব কবিতাটি তোমার দেখলাম মন ভরে।
ইন্দ্রলেখা ভট্টাচার্য্যের _চোখে তার
চোরাবালি_কবিতায়
চোখে তার চোরাবালি , চোখে মায়াপিঞ্জর,
বন্ধু তোমার কবিতা খানি অপূর্ব- মনোহর।
সুকন্যা ঝা এর _ভালোবাসা আর
অধিকার_কবিতায়
ভালোবাসা আর বিরহের লড়াইয়ে,
বিরহ প্রতিবার জেতে।।
ভালবাসার কবিতাটি বার বার পড়ে,
আনন্দে উঠলাম মেতে।
জেবাউল নকিব এর _ র্নিলজ্জ আঠার মত
_কবিতায়
আলোর বিচ্ছুরণে আঠার মত লেগে থাকবো,
তোমার পা থেকে মাথার চুল পর্যন্ত ।
ভালবাসার ফুল দিয়ে সাজিয়েছ তোমার কাব্য,
প্রেমে ভরপুর কবিতার আদি-অন্ত।
মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী)