অনন্ত আসমানে যেমন জ্বলে
দিশার ধ্রুবতারা,
তেমনি তোমার নির্মল হাসি
সদা বদন ভরা।
নীতির পদে পদদলিত নরত্ব
নির্লজ্জ মানবিকতা,
শত বিষাদেও মনে তোমার
অমলিন উচ্ছলতা।
কলুষিত এ ভূগোলক, যেথায়
সম্যক অশুদ্ধতা,
বেশুমার এই কলুষের মাঝেও
তুমি পবিত্রচেতা।
অকর্ষিত কুহেলিকায় যখন
ধরণী ক্ষীণালোক,
ঝটিকাবিক্ষুব্ধ অন্ধকারেও তুমি
দীপ্তিমান আলোক।
মায়া মমতাহীন চারদিকে কঠিন
নৃশংসতার প্রবেশ,
লক্ষ কঠিন বাস্তবতায়ও তুমি
নির্মলতার আবেশ।
সঙ্কটাপন্ন মানবতা , যখন
কঠিন তৃষ্ণা জলে,
বিপন্ন মনুষ্যত্ব পেয়েছে প্রাণ
তোমার মহিমার ঢলে।
পৃথিবীর কোন ভালবাসার সাথে
হয় কি সমান্তরতা!
অনুপম তোমার ভালবাসা
ওগো মহীয়সী মাতা।
মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী)