জানে শুধু মন, জানে বিধাতা,
কতটা ভালোবাসি তোমাকে?
বলে যে বুঝানো যাবেনা তা।
জমিনের ক্রন্দনে নামে বৃষ্টি
কি করে বুঝাবো তোমায়?
আমি যে তোমার জন্য সৃষ্টি।
আঁখির অংশ আঁখির পাতা,
তেমনি তুমি আমাতেই গাঁথা,
জানে এ মন জানে বিধাতা।
নদী ঐ ছুটে চলে দূর অজানায়
কত পথ পাড়ি দিয়ে উপসংহারে
মিলন হয় তাদের নীল মোহনায়।
মন যে মানেনা তোমার নিরবতা,
তোমার তরে কতটা রক্ত ক্ষরে
একমাত্র জানে তা মোর বিধাতা।
মোহাম্মদ সহিদুল ইসলাম