আমার দেশের মাটির বুকে
মনটা আমার গাঁথা,
দেশকে নিয়ে সকল সময়
ঘামাই শুধু মাথা।
বিদেশ থেকেও সদায় আমি
দেশের কথা ভাবি,
স্বদেশ আমার জীবন-মরণ
স্বদেশ আমার সবি।
দেশে থেকে যায়না বুঝা,
দেশপ্রেমের কি মানে?
দেশের জন্য কেমন লাগে,
প্রবাসী তা জানে।
তাইতো সদায় মনে পড়ে
মাতৃভূমির কথা,
ব্যথার ব্যথিত ছাড়া কেহ
বুঝবেনা মোর ব্যথা।
ভালই আছি সিঙ্গাপুরে
যাচ্ছে ভাল ক্ষণ,
দেশের জন্য তবু মনটা
পোড়ায় সারাক্ষণ।
মোহাম্মদ সহিদুল ইসলাম
সিঙ্গাপুর