ভাবতে আমার অবাক লাগে, শোনরে বলি শোন,  
মানুষ হয়ে আরেক মানুষ কেমনে করে খুন ।  
দাবী করি মানুষ মোরা, কাজের বেলায় পশু,
পশুর চেয়েও অধম, হতে বাধেনা আর কিছু।
তোমার ওছিলায় যদি কেহ জীবন ফিরে পায়,
দ্বিমত বন্ধু করিও না, তাকে সহায়তায়।
মানুষ তুমি, তোমার উপর আর যে কেহ নাই,
তোমার দ্বারা কষ্ট পাবে, কেন তোমার ভাই।
ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, আছে অনেক ভ্রষ্ট,
রক্তের বাধন ছিন্ন করে চালায় তারা অস্ত্র।
এ দুনিয়ায় আর কত দিন করবা বাহাদুরী,
কখন যেন ঘাটে তুমার ভিড়বে এসে তরী।
শেষ খেয়াতে পার হইতে, আছেনি ভাই ভাড়া ?
নইলে কিন্তু পারঘাটাতেই পরবে তুমি ধরা।
একবারও কি ভাবছ তুমি, দিয়া তোমার মন,  
কোথা হতে আসলে তুমি, কোথায় প্রত্যর্পণ।
ভাবতে আমার অবাক লাগে, শোনরে বলি শোন,  
মানুষ হয়ে আরেক মানুষ কেমনে করে খুন ।
আর কতকাল খেলবা তুমি ভবের পুতুল খেলা,
পশ্চিমে তাকিয়ে দেখ ডুবছে তোমার বেলা।
তাইতো বলি বন্ধু সকল, করোনা আর অহংকার,
এক দিন তোমার সকল কিছু হবেই চূরমার ।
সময় থাকতে হুঁশিয়ার, কর তোমার মন,  
নইলে কিন্তু ছাড়বেনারে  প্রভু চিরন্তন।
ভাবতে আমার অবাক লাগে, শোনরে বলি শোন,  
মানুষ হয়ে আরেক মানুষ কেমনে করে খুন।  



আমার এই কবিতাটি জানুয়ারি_২০১২ এ লেখা।  ইতোমধ্যে দুটি অনলাইন পত্রিকায়ও প্রকাশ হয়েছে। কবিতার আসরে একটি ফাইলে আমার সকল কবিতা চির অম্লান করে রাখার জন্যই আজকের এ পোস্ট।)