ওরে আকাশ কিসের এত দু:খ তোর?
ঝরছে আঁখি বারি,
তোর বুঝি আমার মত দু:খের ঘর?
স্বজন গেছে হারি।
আমার মত, তোর প্রিয়াও হারায়ছে কি?
অজানা এক ঝড়ে,
তাই বুঝি দিবানিশি, কষ্টে অহর্নিশি
দু:খের অশ্রু ঝরে?
বুকের মধ্যে দু:খের নদী, বহে নিরবধি
দুই নয়নের জলে,
থাকলে সে কাছে, নয়নের জল দিতে মুছে,
প্রিয়ার নীল আঁচলে।
কি কারণে মনের ঘরে, মেঘে হলো ভর
হৃদয় হল রিক্ত,
তাই বুঝি আজ নীরদের বর্ষণে তোর
স্বজন হলো সিক্ত।
আকাশ আর জমিনের হয়ে যায় মিলন
কর্ষণে আর বর্ষণে,
আমি শুধু সিক্ত হতে চাই, প্রিয়ারে তোর
দুই নয়নের দর্শনে।
মোহাম্মদ সহিদুল ইসলাম