ওরে ও বেকুবের দল,
তোদের কি আছে হায়রে নুন্যতম জ্ঞান,
সর্বকালের শ্রেষ্ঠ বানী, কোরান পুড়লি ক্যান।  

ওরে ও বেহুঁশের দল,  
তোদের কি আর আছে হায়রে নুন্যতম হুঁশ
কেঊ যদিও অন্যায় করে, কোরানের কি দোষ।

ওরে ও গবেটের দল,
দাড়ি রেখে টুপি পড়লেই হয় কি  মুসলমান!
মুসলিম হলে তোরা কি আর পুড়াইতি কোরান?

ওরে ও গাড়লের দল,
তোদের কি আর এ জীবনে জ্ঞান হবে না!
বিধর্মীরা কোরান বুঝে তোরা বুঝলি না।

ওরে ও নির্বোধের দল,
জেনে রাখিস তোরা, এটা নয় তো সহজ পুড়া,  
লক্ষ-কোটি হাফেজের মনে আছে এটি ভরা।

ওরে ও গর্দভের দল,
বাহাদুরি আর ছলচাতুরী যতই করিস তোরা,
আল্লাহ্‌, স্বয়ং নিজে করবে কোরানের প্রহরা।


(গত ০৫/০৫/২০১৩ তারিখে হেফাজতে ইসলামের ডাকা সমাবেশে ইসলামের শত্রুরা কোরান শরীফ সহ বইয়ের দোকান পুড়িয়ে দেয়_ তারা যেই দলেরই হোক না কেন, তার প্রতিবাদে এবং অপরাধীদের এবং কোরান অবমাননা কারীদের শাস্তির দাবিতে আমার এ কবিতা।)