©.......মোহাম্মদ সহিদুল ইসলাম
কিছু কিছু সময় আছে, লিখতে গেলে স্তব্ধ হয় মসী,
কেন? তা কি তুই জানিস?
কারণ, তোকে নিয়ে যখন কিছু, লিখতে আমি বসি,
যেন তুই হৃদয় ধরে টানিস।
কিছু কিছু ছন্দ লিখার আগে হারায় আমার ভাষা,
কেন জানো, হে প্রিয়তম,
কেমনে বুঝাবো, কোন ভাষাতেই মিটেনা যে আশা,
ওহে প্রিয়, হিমালয় সম।
কিছু কিছু কথা শুরুর আগেই, সময় ফুরিয়ে যায়,
কেন, বলতে পার প্রিয়া?
তুমি যখন থাক পাশে, ঘরির কাঁটা বিপরীতে ধায়,
তব কথা বুঝাই কি দিয়া।
কিছু কিছু স্বপ্ন আছে, না দেখতেই ঘুম ভেঙ্গে যায়।
কেন,বলতে পার প্রণয়ী?
মন অজান্তে, স্বপন যদি শেষ হয় মিলন মোহনায়,
তাইতো স্বপ্ন হলো বিনয়ী।
কিছু মানুষ আপন হওয়ার আগে দূরে চলে যায়,
জানো প্রিয়, কেন এমন হয়?
প্রিয় মানুষ দূরে গেলে, প্রেম আসে পরিপূর্ণতায়,
প্রিয় মানুষ আরো প্রিয় হয়।