জানতে চেওনা তুমি কেমন আছি আমি,
মনটা কবেই মরে গেছে,
শুধু আছে দেহখানি,শুধু আছে দেহখানি।
জানতে চেওনা তুমি কেমন আছি আমি,
মনটা কবেই মরে গেছে,
শুধু আছে দেহখানি,শুধু আছে দেহখানি।
অনেক স্বপ্ন বুকে নিয়ে তোমায় বেসেছিলাম ভালো,
তুমি হবে আমার ঘরের পূর্ণিমারই আলো।
দিয়েছিলে কথা তুমি হাতে রেখে হাত,
কথায় কথায় হয়েছে কত রজনী প্রভাত।
সেই কথা কি একটুও মনে করনা তুমি__
মনে করনা তুমি।
জানতে চেওনা তুমি কেমন আছি আমি,
মনটা কবেই মরে গেছে,
শুধু আছে দেহখানি, শুধু আছে দেহখানি।
তোমার স্পর্শে স্বর্গ সুধা পেতাম আমি খুঁজে,
তুমি বীনে হাহাকার করে আমার বুকের মাঝে,
তুমি ছাড়া বুকটা আমার,
ধুধু মরুভূমি, ধুধু মরুভূমি।।
জানতে চেওনা তুমি কেমন আছি আমি,
মনটা কবেই মরে গেছে,
শুধু আছে দেহখানি, শুধু আছে দেহখানি।
৬০ মিনিটে এক ঘণ্টা হয়, ৬০ সেকেন্ডে মিনিট।
মনটা আমার খুঁজে ফেরে,
কেবা আমায় বলতে পারে,
১ সেকেন্ডে কয় বছর হয়..............
তুমি ছাড়া আমি, তুমি ছাড়া আমি।
জানতে চেওনা তুমি কেমন আছি আমি,
মনটা কবেই মরে গেছে,
শুধু আছে দেহখানি, শুধু আছে দেহখানি।।
আমার এই কবিতাটি ফেব্রুয়ারী_২০১২ এ লেখা। ইতোমধ্যে দুটি অনলাইন পত্রিকায়ও প্রকাশ হয়েছে। কবিতার আসরে একটি ফাইলে আমার সকল কবিতা চির অম্লান করে রাখার জন্যই আজকের এ পোস্ট।)