ভাললাগে_ভালবাসি, কথাটি বলতে তোমায়,
কেন যেন, প্রহরের পর প্রহর কেটে যায়।
তোমায় কত ভালবাসি বোঝানো তা কষ্টকর,
তুমি ছাড়া জীবন আমার শুধুই অমিত্রাক্ষর।
বার বার তোমার কাছে কেন ছুটে আসি?
ভালবাসি তোমায়, অপরিমিত ভালবাসি,
তুমি তো কখনো আমায় জানতে চাওনি,
কেন আমি তোমার জন্য এত উদাসীনী?
পেতে তোমার একটু সোহাগ, একটু স্পর্শন,
হৃদয় মাঝে বইছে আমার অবিরাম বর্ষণ,
সারাদিন কাটে আমার প্রত্যাশার বাদাড়ে,
কখন পাব তোমায় আমি হৃদয় মাঝারে?
প্রেম সত্য, প্রণেতা সত্য আরও সত্য তুমি,
তোমায় কত ভালবাসি, শুধু জানে অন্তর্যামী।
তুমিও ভালবাস তবু কেন চোরা অন্তরায়,
অতীন্দ্রিয় কণ্টকে প্রাণ যায়রে বুঝি যায়।
জান কি, কেমন করে সময় আমার যায়?
তুমি ছাড়া দিনকে আমার বছর মনে হয়।
এমন একটা স্বপ্ন কেন সত্যি হয় না !
তুমি শুধু তুমি আমার পিরিতের ময়না।