ফিলিস্তানের শিশুরা যখন কাঁদে অত্যাচারে,
কান্না দেখে অশ্রু আমার অঝোর ধারায় ঝরে।
অবুঝ শিশুর চিৎকার শুনে গলেনা যার মন,
কে বলে মানুষ তারে নির্বোধ সেই জন।

নিষ্পাপ শিশুর ওপর যারা করছে অত্যাচার,
যে তাঁদের মানুষ বলে সেও জানোয়ার।
মানুষ করতে পারেনা আর আরেক মানুষ খুন?
গর্ভে থাকতে ওরা ছিল হিংস্র পশুর ভ্রূণ।

হয়তো আমি মানুষ হতে পারিনি
তবে মানব গর্ভের আমি এক প্রাণী।
নিপীড়নে কভু আমি হারিনি
তবে আমারও যে রক্তের দেহখানি।

ধৈর্যেরও সীমা আছে বাধ ভাঙ্গিসনা তাঁর,
ইসরাইলের শয়তানেরা সাবধান, হুঁশিয়ার।
ওরে ও ঘাতকের দল শুনে নে ফরমান,
এক মুহূর্তও পাবিনা আর রক্ষা করতে জান।

যেমনি করে কেড়ে নিছস নিষ্পাপ শিশুর প্রাণ,
তেমনি করেই হতে হবে তোদেরকে কোরবান।
তোরা কেমন জানোয়ার প্রমাণ দিলি তাঁর,
তোদের জন্যে প্রয়োজন আরেকজন হিটলার।

মোহাম্মদ সহিদুল ইসলাম
Sahidul_77@yahoo.com