তোরা আলেমদের কে জালেম বলিস না,
নবীর ওয়ারিশ আলেমগণ, ইসলামের প্রিয়জন,
তাদের মনে তোরা ভাইরে, কষ্ট দিস না,
হায়রে কষ্ট দিস না।
তোরা আলেমদের কে জালেম বলিস না।।
কিছু আলেম এ সংসারে হয়েছে জালেম,
দুনিয়ার মোহে পড়িয়া হারায়েছে এলেম।
কিছু পথভ্রষ্টের গ্লানি তোরা সবাইকে দিস না,
ওরে সবাইকে দিস না।
তোরা আলেমদের কে জালেম বলিস না।।
যুগে যুগে আলেম-আউলিয়া হয়েছে গত,
কত বীর-বাহাদুর তাদের কাছে মাথা করছে নত,
তাদের গায়ে ভাইরে তোরা, কলঙ্ক দিস না,
তোরা কলঙ্ক দিস না।
তোরা আলেমদের কে জালেম বলিস না।।
বিশ্বে আজি আলেম-ওলামা দেখ শত শত,
ইসলামের জন্য জীবন তারা দিচ্ছে অবিরত।
তাদের নিয়ে কভু ভাইরে বিদ্রুপ করিস না,
ভাইরে বিদ্রুপ করিস না।
তোরা আলেমদের কে জালেম বলিস না।।
হজরত ইসা (আঃ), বলে কুমবি ইজনিল্লাহ,
সহস্রাব্ধের গতকে যিনি করেছেন জিন্দা,
সেই নবীর ওয়ারিশানদের তোরা নিন্দা করিস না,
তোরা নিন্দা করিস না।
তোরা আলেমদের কে জালেম বলিস না।।
যারা দ্বীন কায়েমে যুগে যুগে হয়েছে শহীদ,
যারা যুগ জিজ্ঞাসার জবাব দানে ফকিহে মুজতাহিদ,
তাদের উত্তরসূরি আলেম সমাজকে ঘৃণা করিস না,
তোরা ঘৃণা করিস না।
তোরা আলেমদের কে জালেম বলিস না।।
সাড়ে নয়শ’ বছরের দুঃসহ জুলুম যিনি করেছেন গত,
আঃ গাফফার নবী, নুহ নামে যিনি হলেন বিভূষিত,
ইতিহাস হয়ে থাকলেন যিনি, আলেম-ওলামা তারই উপমা,
তোরা তাদেরকে ভাই, ত্রপা করিস না,
হায়রে ত্রপা করিস না।
তোরা আলেমদের কে জালেম বলিস না।।
রানী বিলকিস যাহার কাছে মাথা করেছে নত,
যিনি ইঞ্জিনবিহীন সুপারসনিকে চলছে অবিরত,
সেই সুলায়মান(আ.) এর উত্তরসুরি, আলেম-ওলামা,
তাদের নিয়ে তোরা ভাইরে ব্যঙ্গ করিস না,
ভাইরে ব্যঙ্গ করিস না।
তোরা আলেমদের কে জালেম বলিস না।।
সপ্ত আকাশ, আরশ কুরসী, মাকামে মাহমুদ ভেদ করি
কাবা কাউসাইন গেছেন যিনি, নূরজগত দিয়ে পাড়ি,
যিনি মদিনার তাজ, নূরে মুজাস্সাম,
তিনি রূহে কায়েনাত সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম,
তার যোগ্য ওয়ারিশ, আমাদের আলেম-ওলামা,
আমার নবীর ওয়ারিশানদের কেউ কলঙ্ক দিস না,
তোরা কলঙ্ক দিস না।
তোরা আলেমদের কে জালেম বলিস না।।
তাইতো বলি শোন, ওলীর সাথে থাক যদি এক মুহূর্ত,
পর্বত-সম মন তোমার হবে মমের মত,
সেই ওলি-আউলিয়া, আলেম-ওলামাদের হেনস্থা করিস না,
তোরা হেনস্থা করিস না।
তোরা আলেমদের কে জালেম বলিস না।।